ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

মেলায় এসেছে অদ্বৈত মারুতের কাব্যগ্রন্থ ‘নীল অথই নির্জনতা’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
মেলায় এসেছে অদ্বৈত মারুতের কাব্যগ্রন্থ ‘নীল অথই নির্জনতা’

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশ হলো কবি, শিশুসাহিত্যিক অদ্বৈত মারুতের কাব্যগ্রন্থ ‘নীল অথই নির্জনতা’। বইটি প্রকাশ করেছে দশমিক।

পাওয়া যাচ্ছে লিটলম্যাগ চত্বরের ৭ নম্বর স্টলে।

গত শতাব্দীর নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে লিখে যাচ্ছেন অদ্বৈত মারুত। ছড়া লেখার মধ্য দিয়ে তার লেখালেখি শুরু। দীর্ঘদিন ধরে সম্পাদনা করে আসছেন ছড়াবিষয়ক ছোটকাগজ ‘পাঁপড়’। শিশুসাহিত্যের বাইরে কবিতায়ও অদ্বৈত মারুত স্বতঃফূর্ত। সাহিত্যে নতুন স্বর নির্মাণের প্রত্যয়ে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার তিনটি কাব্যগ্রন্থ। ‘নীল অথই নির্জনতা’ তার চতুর্থ কাব্যগ্রন্থ।

কাব্যগ্রন্থটি প্রকাশ সম্পর্কে কবি অদ্বৈত মারুত বলেন, ‘নীল অথই নির্জনতা’র কবিতাগুলো অত্যন্ত গীতল। সময়কে ধরে রাখার চেষ্টা করা হয়েছে কবিতাগুলোয়। আশা করি, পাঠকদের ভালো লাগবে।

কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে দশমিক।  মূল্য ২০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।