ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শপথের পতাকা | নাইম আবদুল্লাহ

ছড়া/ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
শপথের পতাকা | নাইম আবদুল্লাহ

হরতাল অবরোধ হয়েছে আজ
শুভঙ্করের ফাঁকি
মনে করিয়ে দিয়ে যায়
ক্ষমতার আর কতো বাকি
 
দেশ জ্বলছে মানুষ পুড়ছে
আমার কিবা এসে যায়
ক্ষমতা আমার চাই-ই-চাই
মূল্য যাই বা দিতে হয়
 
ক্ষমতা আমার ছিলো, থাকবে আমার
যে যাই বলুক চিরকাল
বিবেক বন্দি রাজার সন্ধি
মানি না আমি কোনোকাল
 
স্বৈরাচারের খোলশ থেকেই
হয়ে উঠেছি আমি বরণীয়
যাই বলি করি আর নাই বা করি
চিরকাল হয়ে রবো স্মরণীয়।
 
আমরা মানি না স্বাধীনতা
বিচারের নামে হয়েছে প্রহসন
রাস্তায় নেমেছি খুনিদের হয়ে
নীতি ভুলে সবই পারি হলে প্রয়োজন।


 
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।