আমাদের খবর
বিভিন্নভাবে মেঘের ঢল দেখা শুরু করলে তুমি
বাজারফেরতা লোক হিসেবে
একজন দোকানদারকে তো দেখেই ফেললে
একটা জ্যান্ত আনারসকে ঘাড় ধরে ব্যাগে ঢোকাতে—
কিছু যুবককে দেখলে
পাহাড়ের গা থেকে মাংস ছাঁটাতে ছাঁটাতে
সমতলভূমিতে বিছিয়ে দিল পাহাড়কে—
বেশকিছুদিন যাবত
চরকে চড়াতে চড়াতে মুখ সমান করে দিতে দেখছি—
চারদিকে ফাঁকা আওয়াজ হচ্ছে
আমরা যাই কই?
নেট খাচ্ছে আমাদের
হাওয়া তার গলায় দড়ি দিচ্ছে
পেটের ভেতর খাই খাই করছে কৃমিগুলা—
কাঁধে টিউমারের মতো ফলগুলো নিয়ে
ঘোরাফেরা করছে বৃদ্ধরা
আমাদের আওয়াজগুলা আস্তে আস্তে কমতেছে
আমাদের দিনগুলা ফুরাচ্ছে
আমরা নাই দিকের দিকে রওনা হয়েছি।
ছাইয়ের বদলে চাইছো প্রেম
ছাইয়ের বদলে চাইছো প্রেম
না না এসব নয়
ফেমিনিস্টদের জন্য জিউটাই খাঁ খাঁ করে আসলে—
শহরের দিকে তাকায়া দেখি ছায়াগুলো পায়ের কাছে বসে পড়ছে
গ্রামের দিকে গেলে ছায়াগুলো পিছে পিছে দৌড়ায়
মহানগরের ছায়াগুলো আমার আগে আগে থাকে।
চোখ ফিরালাম ছিন্নমূল মানুষের দিকে
তাদের দুঃখ দুঃখ মন
কালো চেহারার দিকে তাকালাম:
কালো চেহারা ঢাকার জন্য
যে যত তাড়াতাড়ি পারতেছে
যন্ত্রণাগুলারে মাটিচাপা দিচ্ছে।
কারণ জানতে চাইলে
মুখের বদলে চোখ টিপি মারে
আমি পিকলুস টাইপের লোক
সব দিকেই স্বপ্ন বোলাচ্ছি
চাটছি, খাচ্ছি!
এখন মাথার ব্রেনগুলাকে
প্রেমের কাজেই লাগাতে চাই
চুম্বন না পেলে
আমার ঠোঁটে তো সিগারেট মানাবেই!
ছাইয়ের বদলে চাইছো প্রেম
আপা মুচকি হাসিলেন—
জগতও সহিলেন!
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫।