ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

শুক্রবার কবি জসীমউদ্‌দীনের বাড়িতে কবি সম্মেলন

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
শুক্রবার কবি জসীমউদ্‌দীনের বাড়িতে কবি সম্মেলন

‘কবি সংসদ বাংলাদেশ’ সতের পেরিয়ে আঠারো বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে ৩০ অক্টোবর (শুক্রবার) দিনব্যাপী আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



ঢাকার কমলাপুরে পল্লীকবি জসীমউদ্‌দীনের স্মৃতি বিজড়িত বাড়িতে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিভিশনের বার্তা পরিচালক কবি নাসির আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই, ছড়াকার আসলাম সানী এবং কবি জসীমউদ্‌দীনের পুত্র খুরশীদ আনোয়ার জসীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘কবি সংসদ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সভাপতি কবি রাজু আলীম।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিল ও বিশেষ অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।



বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।