রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিকোলজি বিভাগের দেয়া ‘ইওর অনার ইজ আওয়ার প্রাইড’ শীর্ষক সম্মাননা গ্রহণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কবি ও কথাসাহিত্যিক ড. মোহীত উল আলম।
গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির মিউজিকোলজি বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সংগীত সম্মেলনে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
৬ নভেম্বর শেষ হওয়া এ সম্মেলনের কয়েকটি আন্তর্জাতিক সেমিনারেও অংশগ্রহণ করেন মোহীত উল আলম।
এমিনেন্ট একাডেমিশিয়ান ও কবি হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, এমিনেন্ট মিউজিকোলজিস্ট হিসেবে ভারতের ড. প্রদীপ কুমার ঘোষ এবং এমিনেন্ট একাডেমিশিয়ান ও মিউজিকোলজিস্ট হিসেবে ভারতের প্রফেসর বিনাতা মৈত্র’কে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫