ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

একগুচ্ছ কবিতা | নুসরাত নীলা

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
একগুচ্ছ কবিতা | নুসরাত নীলা

বন্ধন

মাছ হব বলে অনেকদিন বসে থাকলাম
তারপর হতে চাইলাম সাপ
দেখি ঘুরে এসে বিষ আমাকেই ছোবল দেয়!

তুমি উপচানো মেঘ নিয়ে বসে আছো
আর হো হো করে হাসছো এই বলে, যেতে পারবি না; যেতে পারবি না।


চিরুণি

একটা চিরুণির কাছে হেরে যাচ্ছে বিকেল
একটা চিরুণির ফাঁকে আটকে গেছে দুপুর
যেনবা উঁকুণ তার মাথা জুড়ে—
চিরুণি চলছে!
ব্যথায় ছিঁড়ে পড়তে চায় মাথা
চুলগুলো কি উপড়েই নেবে তুমি
আহা! থামো!

এই আহাম্মকের দুনিয়ায় এসে পড়ে মনে হয়—
‘ভালোবাসা ছাড়া আর কিছু চাইলাম না কেন!’


ডোরাকাটা দাগ

একটা হইহই গল্প হতে পারত
একটা নির্ভেজাল ধ্বংস হতে পারত
তা না
কিছু ডোরাকাটা দাগ আমাকে
নিদারুণ প্রার্থনার গল্প শোনাল!
আমি যতবার ছেড়ে আসি
ততবার ফিরে যাই।




নারী ছিলাম

আমার প্রয়োজন ফুরাল
আমিও বৃক্ষের উড়াল দিলাম অই শূন্যে
তার আগে আমি নারী ছিলাম!


তবু তুমি থাকছো

নিস্তরঙ্গ ঢেউ হয়ে যাচ্ছে এক একটা দিন
এক একটা দিন অশ্রুহীন চোখ গলে নামছে অশ্রু।
তোমার আঙ্গুলগুলো যেন শ্বেতশুভ্র পায়রা
আমাকে ছুঁয়ে দিয়েই জাদু হয়ে উড়ে যাচ্ছে;
আর আমি মুগ্ধ চোখে চেয়ে দেখছি—
দূরে গিয়েও কেমন ঝুলে থাকছো তুমি আত্মার আকাশে!



বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।