ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

খুলনায় কবি-সাহিত্যিকদের শান্তির পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
 খুলনায় কবি-সাহিত্যিকদের শান্তির পদযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় সম্মিলিত শিল্পী, কবি, সাহিত্যিক ও সংগঠকদের শান্তির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর জাতিসংঘ পার্ক থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।


এতে নেতৃত্ব দেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।


পদযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা রাখেন শিল্পী, কবি, সাহিত্যিক ও সংগঠকরা।
শান্তির পদযাত্রার আয়োজক কমিটির সদস্য রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ডি কে মণ্ডল বাংলানিউজকে বলেন, মানুষ ও মাতৃভূমির প্রয়োজনে এদেশের শিল্পী, কবি, সাহিত্যিক সমাজসহ সবাই সব সময়ই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমরা আবার সন্ত্রাস, জঙ্গিবাদ, প্রতিহিংসা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক কাতারে এসেছি।
আয়োজক কমিটির সদস্য আব্বাস উদ্দিন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু বাংলানিউজকে বলেন, আমরা শান্তির সবুজ সমৃদ্ধ বাংলাদেশ চাই। চাই নিশ্চিত সোনালি স্বপ্নের দিন। তাইতো বর্তমানের জঙ্গি ও সন্ত্রাস বিরুদ্ধে কবি-সাহিত্যিক সমাজ একত্রিত হয়েছি।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
এমআরএম/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।