খুলনা: খুলনায় বাংলার কণ্ঠস্বর (বাক) আবৃত্তি অনুশীলন চক্রের তৃতীয় বর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ বর্ষপূর্তি উৎসবের আয়োজন করা হয়।
বাক-এর সভাপতি সুলতান মাহমুদ শ্রাবনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি কবি ড. হাবিব আর রহমান, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা কবি মশিরুজ্জামান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক নিপু, আবৃত্তি সমন্বয় মঞ্চের আহবায়ক কাজল ইসলাম, উপদেষ্টা দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাঁটি হাঁটি পা পা করে, বহু বাধা অতিক্রম করে বাক আবৃত্তি সংগঠনটি এখন তার তিন বছর অতিক্রম করলো। এই তিন বছরের পথচলায় বাক অর্জন করেছে কতিপয় উল্লেখযোগ্য মাইলফলক।
এ সময় বাকের প্রবন্ধ সংখ্যা ‘উৎসারণ’র মোড়ক উন্মোচন করা হয়।
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সুলতান মাহমুদ শ্রাবনকে সভাপতি ও তাহরীমা রহমান সেঁজাতিকে সাধারণ সম্পাদক করে বাকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এমআরএম/জিসিপি/আইএ