ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

তিনটি কবিতা | তানি হক

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
তিনটি কবিতা | তানি হক

বিমুক্ত

আজ মুছে দিলাম
তোমার চিবুকের অদৃশ্য যত কান্নার দাগ
রৌদ্রের বালুকণায় লুকিয়ে রেখেছিলাম যে
অন্তঃসলিলার সুতীব্র নিশ্বাস
তাকিয়ে দেখো, সেই অনুজ্জ্বল তারা উড়ে এলো
পশ্চিম দরজায়
আমি গুছিয়ে রেখেছি প্রতিটি হাসির কারুকাজ
আর এই যে সোনালি এক ফালি আকাশ
নৈবেদ্যের হস্তরেখা, অস্থিরতার পালক
আজ ওরা সিন্দুক বিমুক্ত।
চল তাই, মানচিত্র হতে মুছে ফেলি
আমাদের এই দুর্গম মরুভূমির সহস্র পদছাপ।


আদিম

আর আমাদের চোখের সামনে সেই
আদিম গন্ধ সমৃদ্ধ শিরস্ত্রাণগুলো
প্রজাপতি হয়ে উড়ে গেল
তার একটু সন্নিকটে তুমি আমার ঠোঁট
থেকে শ্মশানের রঙ ধুয়ে দিচ্ছিলে।
অতঃপর, এক শতাব্দীর
দুঃখ বেষ্টিত পাহাড়গুলো
মেঘ হয়ে
লোকালয়ের বন্দর ছেড়ে গেলো।


অন্ত্যমিল

আহ! মাটি
আহ! সোনালি ফুল
কি তীব্র এই আত্মীয়তা
নদীর বাকল খসে পড়ে
চাঁদের চোখে নেমে আসে তুষার রাত
আর এতসব দুর্গম সৃজনতার পরত ভেঙে
চলে তোমাদের অভিলাষ পারঙ্গমতা
এখানে আমরা
সরল দূরদর্শী, হৃদহীন অবয়ব  
এই স্বজাতীয় অন্ত্যমিলতায়
ঠোঁটে ভাঙি মৌনতার মেঘফল অবিরাম।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।