আর্মি স্টেডিয়াম থেকে: লোকসঙ্গীত বাংলার মানুষের হৃদয়ে মিশে আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ঢাকা আন্তর্জাতিক ‘লোকসংগীত উৎসব’ ২০১৬ উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘রুচি বিকাশের একটি বড় মাধ্যমে লোকসংগীত। আর এখানে বিশ্বের সাতটি দেশের নামকরা শিল্পীরা তাদের গান পরিবেশন করবেন। যা বাংলার মানুষ ও দেশের জন্য অনেক বড় গৌরবের।
অর্থমন্ত্রী আরো বলেন, বাংলার মানুষ এক সময় এই লোকসংগীতকে বুকে ধারণ করে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতো। কিন্তু আমরা মনে করেছিলাম, হয়তো সেই ভালোবাসা আজ হারিয়ে গেছে, কিন্তু না, এখনো আমাদের মনে প্রাণে মিশে আছে লোকসংগীত।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, প্রত্যেকটি মানুষের রক্তের রক্তে আজ মিশে আছে লোকসংগীত। তাই তো আজ মনে পড়ে, ‘ও কী ও বন্ধু কাজল ভ্রমররে কোন দিন আসিবেন…। ’
তিনি আরো বলেন, বাংলার মানুষ আজ এক হয়ে আছে। আর এই বাউল গানের মাধ্যমে আমরাও হয়ে যাবো এক।
**শুরু হলো ৩ দিনব্যাপী লোকসংগীত উৎসব
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসজে/এএটি/আরআই