এক.
বোধের শরীর ভেঙে তুমি এসো এই শীতে
প্রাপ্তির চাদর মুড়ে
তোমাকে জড়িয়ে ধরবো উষ্ণতা ভেবে।
হেমের পেয়ালা হাতে তুমি এসো
আমার জনহীন নগরে
সময়ের শিকল ভেঙে
তোমাকে পোড়াবো বিশুদ্ধ অনলে।
দুই.
আমার না হয় রোদের সাথেই
রইলো কিছু মিল
নাইবা হলাম আমি তোমার
অন্ধকারের ঢিল।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসএনএস