জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বুয়েট ড্রামা সোসাইটি আয়োজনে চার দিনব্যাপী পঞ্চম আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ২০১৬ অনুষ্ঠিত হবে।
এবারের নাট্যোৎসবের দ্বিতীয় দিন ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করবে নাটক ‘ট্রেন টু পাকিস্তান’।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খুশবন্ত সিং এর একটি বিখ্যাত উপন্যাস ‘ট্রেন টু পাকিস্তান’। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী একটি গ্রাম মানো মাজরাকে কেন্দ্র করে দেশভাগ, ধর্ম ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে নাটকে।
নাটকটি রচনা করছেন খুশবন্ত সিং, নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন মঈনুল হক তারিফ।
নাটকটিতে অভিনয় করেছেন- রুবেল, মুন্না, মুক্তা, শিশির, মৌ, পিয়াল, নাজমুল, রাতুল, নিহাত, সৈকত, অনিক, সাকিব, সুমন, ওয়াসি, সবুজ, শান্তা, দীপ, অদিতি, আরশি, অধরা ও মুগ্ধ। নাটকটিতে প্রোডাকশন ম্যানেজার হিসেবে রয়েছেন নাজমুস সাকিব।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আরআইএস/জেডএস