ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বুয়েট নাট্যোৎসবে শাবিপ্রবির ‘নীল ময়ূরের যৌবন’

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
বুয়েট নাট্যোৎসবে শাবিপ্রবির ‘নীল ময়ূরের যৌবন’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৫ম আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ২০১৬-তে প্রদর্শিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটার অভিনীত ‘নীল ময়ূরের যৌবন’।

শাবিপ্রবি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৫ম আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব ২০১৬-তে প্রদর্শিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটার অভিনীত ‘নীল ময়ূরের যৌবন’।

শুক্রবার (১৮ নভেম্বর) বুয়েট ড্রামা সোসাইটি আয়োজিত নাট্যোৎসবে অংশ নিচ্ছে দিক থিয়েটার।

চার দিনব্যাপী এ নাট্যোৎসবের তৃতীয় দিন শুক্রবার মঞ্চস্থ হবে দিক থিয়েটারের ১৭তম প্রযোজনা ‘নীল ময়ূরের যৌবন’।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বিখ্যাত উপন্যাস ‘নীল ময়ূরের যৌবন’র নাট্যরুপ দিয়েছেন সুনন্দ বাশার। নাটকটির নির্দেশনা দিয়েছেন বিজিত চক্রবর্তী পলাশ। পুনর্নির্দেশনা দিয়েছেন মায়া বিশ্বাস।

দিক থিয়েটারের সভাপতি তনু দীপ জানান, দিক থিয়েটার তার নিয়মিত নাট্য প্রদর্শনী ছাড়াও বিভিন্ন নাট্যোৎসবে অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।