শনিবার (৩১ ডিসেম্বর) নাট্যপার্বণের আহ্বায়ক কাব্য কৃত্তিকা বাংলানিউজকে জানান, প্রতিবারে মতো এবারও ছয় দিনব্যাপী নাট্য পার্বণের আয়োজন করা হয়েছে।
নাট্যপার্বণের প্রথম দিনে রোববার (০১ জানুয়ারি) সমন্বয় থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘সোনার মেডেল’।
চতুর্থদিন বুধবার (০৪ জানুযারি) তীরন্দাজ রিপারেটরির প্রযোজনায় থাকছে নাটক ‘কণ্ঠনালীতে সূর্য’। পঞ্চম দিন বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় থাকছে নাটক ‘বাজাও পাঞ্চজন্য’।
অনুষ্ঠানের সমাপনী দিনে থাকছে মনিপুরী থিয়েটারের প্রযোজনায় নাটক ‘ইঙাল আঁধার পালা’। এছাড়া গুণীজন ও নাট্যজন সম্মাননা দেওয়া হবে।
প্রতিদিন সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্তমঞ্চে নাটকগুলো মঞ্চস্থ হবে।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এএটি/এমজেএফ