ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

দু’টি কবিতা | জোবায়ের মিলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
দু’টি কবিতা | জোবায়ের মিলন দু’টি কবিতা

আবিষ্কারের নেশায়
তোমার যত ভিতরে যাই তত বিস্মিত হই— বিস্ময়ে,
পদে পদে আবিষ্কার করি আরেক তোমাকে!
তুমি আমাকে দেখ কি-না, আমি দেখি তোমাকে
—এ দেখা অন্য দেখা।

কলার খোলের মতো এক খোল খুলি তো
আরেক খোল...
আরেক খোল খুলি তো
আরেক খোল...
আরেক খোল খুলি তো
আরেক খোল...
 
শেষের শেষ কথায়?
অশেষ করে কী তবে তোমাকে বানিয়েছে কেউ, যে
শেষ খুঁজতে নামবে যে’ই সে’ই হারাবে অসীমান্তে!
না-হয় বিস্ময়ে ভিরমি খেয়ে মরবে
নিজেরই অযোগ্যতায়?
যদিও মরি, মরি
এই খোল খুলতে খুলতে একদিন নিশ্চয় পেয়ে যাবো
শেষ খোলটি যার পর আর— আর নেই।
 
সারল্যহীন গাছ
সারল্য খুইয়ে গাছগুলো বড় হচ্ছে—
খইল্তা থেকে বের করতে হয় না বলে
ওটা ওখানেই থাকে
থাকতে থাকতে গলে যায়, পচে যায়
তারপর আর পাওয়া যায় না।


 
গাছগুলো উঠানে পড়ে থাকা পাতার মতো,
বিধবার শাড়ির মতো, শব খাটিয়ার মতো!
 
এখন কেউ প্রেমে পড়ে না...
যাদেরকে প্রেমে পড়তে দেখি—
তারা শুধু মেশে এক লালার লোভে।
 
গাছগুলো বড় হচ্ছে, বড় হচ্ছে সারল্য খুইয়ে—
ঠিক আমাদের মহল্লার মদ্যপ হরিপদের মতো।
 
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এসএনএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।