ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘বর্তমানে লালনকে ধারন করা জরুরি '

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
‘বর্তমানে লালনকে ধারন করা জরুরি ' মন্ত্রী আসাদুজ্জামান নূর

ঢাকা: সারাবিশ্বে বর্তমানে এক ধরনের মানবতার সংকট বিরাজমান। রোহিঙ্গা সংকট, সাম্প্রদায়িক হামলার ঘটনায় এটি আরো স্পষ্টতর। মানবতার সংকটের বর্তমান প্রেক্ষাপটে লালনের দর্শনকে ধারন করা জরুরি। কারণ, লালনের দর্শনের অন্যতম উপাদান হলো অসাম্প্রদায়িকতা ও মানবতা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর অলিয়স ফ্রঁসেজের লা গ্যালারিতে ফোক সম্রাজ্ঞী ফরিদা পারভীনের নতুন সিডি অ্যালবাম ‘চান্টস ডে লালন শাহ বা লালন শাহের গান ’শীর্ষক অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।

ঢাকার ফরাসি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জ্যঁ পিয়েরে পন্সেট ও অলিয়স ফ্রঁসেজ ঢাকার পরিচালক ব্রুনো ফ্রাংক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান নূর বলেন, অলিয়স ফ্রঁসেজের এ উদ্যোগ বাংলাদেশ ও ফ্রান্সের সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করবে। বিশেষ করে বহির্বিশ্বে বাংলাদেশের সংস্কৃতি প্রচার ও প্রসারে এ ধরনের প্রোগ্রাম আরো বেশী অনুষ্ঠিত হওয়া জরুরি।

মন্ত্রী আরো বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শুরু থেকেই এ ধরনের প্রোগ্রামে পৃষ্ঠপোষকতা করে আসছে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ বিষয়ে আরো অধিকতর গুরুত্বারোপ করে কর্মসূচি প্রণয়ন করেছে।

অনুষ্ঠানে শিল্পি ফরিদা পারভীন তার নতুন অ্যালবাম থেকে কয়েকটি নির্বাচিত গান পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।