ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় কবিতা উৎসব অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
বগুড়ায় কবিতা উৎসব অনুষ্ঠিত বগুড়ায় কবিতা উৎসব অনুষ্ঠিত- ছবি: আরিফ জাহান

বগুড়া: ‘মানবতায় ভালোবাসায় এসো মিলি কবিতায়’ স্লোগান সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলায় অপরাজিতা শিল্প-সাহিত্য পরিবার প্রত্যেক বছরের মতো এবারও আয়োজন করেছিলো কবিতা উৎসব।

 
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া পল্লি উন্নয়ন একাডেমির (আরডিএ) সভাকক্ষে দিনব্যাপী আয়োজিত এ কবিতা উৎসবের উদ্বোধন করেন কবি ও সম্পাদক মাহমুদ কামাল।

অত্র সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিনের সভাপতিত্বে কবিতা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি অর্ণব আশিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিল্প ব্যাংকের (বর্তমান নাম বিডিবিএল) সাবেক পরিচালক কেএম মাহবুবার রহমান হারেজ, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন মো. আতিকুর রহমান মিঠু, কবি শিবলী মোকতাদির।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা তৌহিদুজ জামান পলাশ, সহ-সভাপতি সেলিনা সুলতানা লিখন, সাধারণ সম্পাদক লতিফ আদনান প্রমুখ।

কবি ও সাংবাদিক এইচ আলীমের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় স্বরচিত কবিতা পাঠ।

কবিতা পাঠ পর্বে অংশ নেন- কবি মুহম্মদ রহমতুল বারী, রোকেয়া ইসলাম, সমীর আহমেদ, লতিফ জোয়ার্দার, নূর কামরুন নাহার, নূরুল ইসলাম বাদল, ইমরুল হাসান কাজল, সখিনা সুলতানা ঝর্ণা, সাবিনা ইয়াসমিন, সাদমান জিসান, প্রত্যয় হামিদ, আমিনা আনসারী, রওশন ঝুনু, লিপু রহমান, নূরুজ্জামান সবুজ, রফিকুল ইসলাম রনি, জুলহাস কায়েম প্রমুখ।

স্বরচিত কবিতা পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সভাকক্ষ। বিভিন্ন জনপদের শতাধিক গুণী মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিনত হয়।

শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদেরকে অত্র সংগঠনের পক্ষ থেকে অপরাজিত সম্মাননা দেওয় হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।