শিশুদের জন্য ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতীয় শিল্পকলা একাডেমীর চিত্রশালা গ্যালারি-৩ এ ‘ছোটদের তোলা ছোটদের ছবি’ স্লোগানে আলোকচিত্র উৎসবটি শুরু হয়েছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মুঈদ হাসান তড়িৎ ও স্পটলাইট মিডিয়ার চেয়ারম্যান আসাদুজ্জামান।
এবারের উৎসবে হাজারেরও বেশি ক্ষুদে আলোকচিত্রীর আলোকচিত্র থেকে মূল প্রদর্শনীতে স্থান পেয়েছে ৭১টি। আলোকচিত্র। সেখানে প্রদর্শিত হয় সুবিধাবঞ্চিত শিশুদের তোলা ছবিও।
মোবাইল বিভাগে ১ম স্থান অধিকার করে ‘Say Good Bye’ শিরোনামে মো. সাব্বির হুসাইনের ছবি। ২য় স্থান পায় ‘কুইলটি অব লাইফ’ শিরোনামে আসিফ হোসেন নাঈমের ছবি। ৩য় স্থান লাভ করে ‘স্বাধীনতা’ শিরোনামের ছবি।
ডিএসএলআর বিভাগে ১ম স্থান অধিকার করে ‘দু’টি পুতুলের ভিন্ন জীবন’ শিরোনামে মো. আলী লাবিবের ছবি। ২য় স্থান পায় ‘Winter’ শিরোনামে অণির্বান চৌধুরির ছবি। আর ৩য় স্থান অর্জন করে ‘বাবা এসেছে’ শিরোনামে মাহির হেলালের ছবি।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমএইচ/এএসআর