ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১২ ব্যক্তি

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১২ ব্যক্তি সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক শামছুজ্জামান। ছবি: কাশেম হারুন/বাংলানিউজ

ঢাকা: ২০১৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন দেশের ১২ গুণীজন। 

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ পাওয়া ১২ গুণীজন হলেন- কবিতায় মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম, কথাসাহিত্যে মামুন হোসাইন, প্রবন্ধে অধ্যাপক মাহবুবুল হক, গবেষণায় অধ্যাপক রফিকুল্লাহ খান, অনুবাদে আমিনুর ইসলাম ভূঁইয়া।

এছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে এ পুরস্কার পাচ্ছেন কামরুল ইসলাম ভূঁইয়া ও সুরমা জাহিদ।
 
ভ্রমণকাহিনীতে পুরস্কার যাচ্ছে শাকুর মজিদের ঘরে। নাটকে মলয় ভৌমিক, বৈজ্ঞানিক কল্পকাহিনীতে পুরস্কার পাচ্ছেন মোশতাক আহমেদ  এবং শিশুসাহিত্যে ঝর্ণা দাশ পুরকায়স্থ।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার বিতরণ করবেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এইচএমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।