ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

মঙ্গলবার মহিলা সমিতিতে মঞ্চস্থ হবে পালাকারের 'নারীগণ' 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
মঙ্গলবার মহিলা সমিতিতে মঞ্চস্থ হবে পালাকারের 'নারীগণ'  'নারীগণ' নাটকের একটি দৃশ্য

ঢাকা: নবাব সিরাজ উদ-দৌলার হিরাঝিল প্রাসাদে নারীর মুক্তি ও রাজনীতির গল্প নিয়ে নাটক 'নারীগণ' মঞ্চায়িত করবে নাট্যদল ‘পালাকার’।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হবে।

নাটকটি রচনা করেছেন প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং নির্দেশনা দিয়েছেন মঞ্চসারথী আতাউর রহমান।

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ-দৌলাকে হত্যার মাধ্যমে ২০০ বছরের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয় এ উপমহাদেশ। ষড়যন্ত্রের সাক্ষ্য পলাশীর যুদ্ধে পরাজয়ের পর নবাবকে নৃশংসভাবে হত্যার পর রাজপ্রাসাদের অন্তঃপুরে নারীমহলে ঘটেছিল হদয়বিদারক ঘটনা। নবাবের স্ত্রী, মা ও মাতামহ বন্দি হন ইংরেজদের হাতে। তারা শিকার হন নৃশংস হত্যাকাণ্ডের। ইতিহাসে এর কোনো সাক্ষ্যপ্রমাণ না মিললেও ইতিহাসের সেই অজানা অধ্যায় উঠে এসেছে সৈয়দ হকের ‘নারীগণ’ নাটকে।  

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিঠু, তানিয়া হোসেন, দীপ্তা রক্ষিত লাভলী, জয়িতা মহলানবীশ, আরজুমান্দ আরা বকুলসহ পালাকারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।