ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাজনৈতিক পটপরিবর্তন কামনায় একদল উগ্র হয়ে উঠছে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
রাজনৈতিক পটপরিবর্তন কামনায় একদল উগ্র হয়ে উঠছে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কবি-সাহিত্যিকরা/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘আজ শিক্ষ‌কেরা লাঞ্ছিত হ‌চ্ছেন, রাজ‌নৈ‌তিক পটপ‌রিবর্ত‌নের কামনায় একদল উগ্র হ‌য়ে উঠ‌ছে। নির্বাচন সাম‌নে আসায় তা‌দের ভাষা পা‌ল্টে যায়। ভাষার যে একটা লা‌লিত্য আ‌ছে, লাবণ্য, মাধুর্য ও আ‌ভিজাত্য আ‌ছে সবই আজ পা‌ল্টে যা‌চ্ছে। বাংলা ভাষা যেন আ‌স্তিন গু‌টি‌য়ে আ‌ছে। এসব দে‌খে আ‌মি বিব্রত‌বোধ ক‌রি।’

বৃহস্প‌তিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব‌বিদ্যাল‌য়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্ব‌রে উৎসবের উদ্বোধন শেষে ক‌বি আসাদ চৌধুরী একথা বলেন। জাতীয় ক‌বিতা প‌রিষদ এ উৎস‌বের আ‌য়োজক।



'দেশহারা মানু‌ষের সংগ্রা‌মে ক‌বিতা' প্র‌তিপাদ্য সাম‌নে রে‌খে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’দিনব্যাপী এবারের জাতীয় ক‌বিতা উৎস‌ব শুরু হয়ে‌ছে।

ক‌বি অধ্যাপক মুহাম্মদ সামা‌দের সভাপ‌তি‌ত্বে এতে বক্তব্য রাখেন ভার‌তের ক‌বি আ‌শিস সান্যাল, উৎস‌বের আহ্বায়ক র‌বিউল হুসাইন, সাধারণ সম্পাদক তা‌রিক সুজাত, সা‌হি‌ত্যিক আ‌নিসুল হক, কবি কাজী রোজী, আ‌নিসুর রহমান প্রমুখ।

উ‌দ্বোধনের সময় ক‌বি আসাদ চৌধুরী ব‌লেন, আজ আমা‌দের ম‌ধ্যে মূল্য‌বো‌ধের বিপর্যয় দেখা দিয়েছে। সবুজ মাঠ, গ্রামীণ সংস্কৃ‌তি, নদীমাতৃক বাংলা‌দে‌শের ভিতর দি‌য়ে যে অসাম্প্রদা‌য়িক, গণতান্ত্রিক, মান‌বিক মূল্য‌বোধ গ‌ড়ে উ‌ঠে‌ছিল তা আজ ভূলুণ্ঠিত হ‌চ্ছে।  

ক‌বি আ‌শিস সান্যাল ব‌লেন, তিস্তার পা‌নি সমস্যার আ‌জেও সমাধান হয়‌নি। আমরা বু‌দ্ধিজী‌বী ও কবিসমাজ এটা মে‌নে নি‌তে পা‌রি‌নি। আমরা চাই বাংলা‌দেশ তা‌দের ন্যায্য হিস্যা পাক।

এবা‌রের উৎস‌বে যুক্তরাজ্য, সুই‌ডেন, ক্যা‌মেরুন, মিশর, মে‌ক্সি‌কো, জাপান, তাইওয়ান, কল‌ম্বিয়া ও পার্শ্ববর্তী দেশ ভারতের ক‌বি-‌সা‌হি‌ত্যিকরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।