ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঠাকুরগাঁওয়ে ৯ দিনব্যাপী বইমেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ঠাকুরগাঁওয়ে ৯ দিনব্যাপী বইমেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ‘বইয়ের জানালায় অজানা আকাশ ছোয়া যায়’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে ঠাকুরগাঁওয়ে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও বড় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশি, পুলিশ সুপার ফরহাদ আহম্মদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

মেলায় পুলিশ সুপার ফরহাদ আহম্মদের মোমেন্টাম, কাজী ফারুক উদ্দীন আহম্মেদের যাপিত জীবন, হাসান আলীর মন ও মানুষ নামে ছয়টি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। মেলা চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।