ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরে পটচিত্র প্রদর্শনী

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরে পটচিত্র প্রদর্শনী জাতীয় জাদুঘরে পটচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘চিত্রপটে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে পটুয়া নাজির হোসেন'র ৩২তম একক পটচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (০২ মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের দ্বিতীয় তলার গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চলচ্চিত্র নির্মাতা দিলদার হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য স্থাপতি রবিউল হুসাইন।

চিত্রশিল্পী হাশেম খান বলেন, শিল্পী পটচিত্র অংকনের জন্য দু’টি বিষয় বেছে নিয়েছেন। একটি বঙ্গবন্ধু এবং অপরটি বাংলার বাঘ। একজন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, অপরটি পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। এসময় এ প্রদর্শনীটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আগামী ১১ মার্চ পর্যন্ত জাতীয় জাদুঘরে প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।