ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন কমিটি

হোসাইন মোহাম্মদ সাগর, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নতুন কমিটি মনিরুল হক ও ফরিদ আহমেদ

ঢাকা: বাংলাদেশের সৃজনশীল প্রকাশকদের সংগঠন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ২০১৮-২০২০ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন সময় প্রকাশনের ফরিদ আহমেদ। নির্বাহী পরিচালক হচ্ছেন অনন্যা’র মনিরুল হক।

সোমবার (২ এপ্রিল) বিকেলে সমিতির পল্টনস্থ কার্যালয়ে নির্বাচনে নির্বাচিত ২১ জন পরিচালকের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এসএ কাদের হিরণ কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন খান মাহবুবুল আলম (পলল) ও গফুর হোসেন (রিদম)। যুগ্ম-নির্বাহী পরিচালক হয়েছেন শাহাদাত হোসেন (অন্বেষা) এবং পরিচালক (অর্থ) নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন (বিশ্ব সাহিত্য ভবন)।

নির্বাচিত অন্যান্য পরিচালক হলেন- মিলনাকান্তি নাথ (অনুপম), খন্দকার মনিরুল ইসলাম (ভাষাচিত্র), হুমায়ূন কবির (চারুলিপি), মশিউর রহমান (সৃজনী), শিহাবুল ইসলাম (মুক্তচিন্তা), আবুল বাশার ফিরোজ শেখ (ধ্রুবপদ), কমলকান্তি নাথ (জাতীয় সাহিত্য প্রকাশ), আমিন খান (অক্ষর), একেএম তারিকুল ইসলাম রনি (তাম্রলিপি), রহমত উল্লাহ (স্বরবৃত্ত), মাহরুখ মহিউদ্দিন (ইউপিএল), হাসান জায়েদী (পার্ল), লুৎফর রহমান চৌধুরী (সন্দেশ), জহির দীপ্তি (ইতি প্রকাশন) এবং সদ্য সাবেক সভাপতি মাজহারুল ইসলাম (অন্যপ্রকাশ)।

এর আগে, শনিবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রকাশক সমিতির সদস্যরা ভোট দিয়ে ২১ জন পরিচালক নির্বাচিত করেন।

এবারের নির্বাচনে সৃজনশীল প্রকাশক ফোরাম ও সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদের প্যানেলে সর্বমোট ৪২ জন প্রার্থী নির্বাচন করেন। এরমধ্যে সৃজনশীল প্রকাশক ফোরামের ১৯ জন এবং সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদের দুইজন পরিচালক নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এইচএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।