ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

ঈশ্বরদীতে শেষ হলো দুই বাংলার কবিদের মিলনমেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
ঈশ্বরদীতে শেষ হলো দুই বাংলার কবিদের মিলনমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীর চর গড়গড়ি গ্রামের চর নিকেতনে চার দিনব্যাপী দুই বাংলার কবিদের মিলনমেলার বৈশাখী উৎসব-১৪২৫ শেষ হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে পুরস্কার বিতরণী এবং প্রবীণ ও গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে বাংলা সাহিত্য সম্মেলন শেষ হয়।

অনুষ্ঠানে ৩৮ জনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

তারা হলেন-সাহিত্যে আজীবন কৃতিত্বের জন্য বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক আলী ইমাম। সাংবাদিকতায় সাধারণ মানুষের সুখ-দুঃখে আজীবন থাকায় আনোয়ারুল ইসলাম। বয়স্ক প্রবীণ সম্মাননা জয়রুন্নেছা বেগম, নুরুল ইসলাম, আব্দুর রহিম, আকমল প্রমাণিক, সাজেদুল হক, আজমল হোসেন, আব্দুল হামিদ খান, ফজলুল করিম খান, মজিরুদ্দীন সরদার, হারেজ উদ্দিন মালিথা, খাইরুল ইসলাম, মনিরুল ইসলাম। শ্রেষ্ঠ সন্তান টোকন মৃধা, সাইদুল ইসলাম বিশ্বাস, সুমন, ইউছুফ আলী। মুক্তিযুদ্ধের আওতায় নুরুজ্জামান বিশ্বাস, মোজাম্মেল হক, জয়নাল আবেদীন। শিক্ষকতায় আনিসুর রহমান। সাহিত্যের আওতায় মনোয়ার হোসেন জাহেদী। ক্রীড়া ও সাংস্কৃতিক আওতায় আশরাফুজ্জামান মনি, লতিফ জোয়াদ্দার। সাংবাদিকতায় আব্দুল মতিন, আলাউদ্দিন আহমেদ, মোস্তফা সতেজ, সেলিম সরদার। বিশেষ শিক্ষাবিদ ফজলুল হক। সমাজ সেবায় আব্দুল বারী, ফরিদা খাতুন। সংগঠক হিসাবে হাসানুজ্জামান। সাংস্কৃতিক অঙ্গণে অবদান রাখায় রেজাউর রহীম, সাহাবুদ্দিন সাজু ও শিক্ষকতা পেশায় আব্দুর রহিম, সামছুল হক, মোহাম্মদ তুগলক সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলা সাহিত্য সম্মেলন চর নিকেতন কাব্য মঞ্চের সভাপতি আকতারুজ্জামান আকতারের সভাপতিত্বে ও ওসাকার উপ পরিচালক মাহজারুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ও সাহিত্যিক আলী ঈমাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, ভাষাসৈনিক আনোয়ারুল হক, লেখক আনোয়ার হোসেন জাহিদী, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, সংস্কৃতিক সংগঠক নরেশ মধু ভারতের কবি, দীপক লাহেড়ী, তাপস রায়, চিত্রা লাহেড়ী, দেবারতী ভট্টাচার্য, বাচিক শিল্পী শম্পা দাস, গার্পী সেনগুপ্ত, মৈথলী, সাংবাদিক পিয়ালী দাস, মানসী কীর্তনীয়া কবি ও গবেষক মজিদ মাহমুদ, বাঁশেরবাদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।