ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাহিত্য-সাময়িকী ‘কাগজ কলম’র মোড়ক উন্মোচন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
সাহিত্য-সাময়িকী ‘কাগজ কলম’র মোড়ক উন্মোচন  ‘কাগজ কলম’র প্রচ্ছদ

সাতক্ষীরা: সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাহিত্য সাময়িকী ‘কাগজ-কলম’র মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রকাশনা উৎসব উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে রবীন্দ্র গবেষক অ্যাধাপক আব্দুল হামিদ বলেন, কল্পনার শক্তি দিয়ে আমাদের সাহিত্য চর্চা করতে হবে।

বার্টান্ড রাসেল কল্পনার শক্তি অর্জন করতে বুদ্ধির চর্চা করতেন। সমাজে শান্তি আনতে পড়তে হবে। এক্ষেত্রে সাহিত্য চর্চার বিকল্প নেই। হাজারও চরিত্রহীন পত্রিকার চেয়ে একটি চরিত্রবান পত্রিকার প্রয়োজনীয়তা অনেক বেশি। আর সেই প্রয়োজনীয়তা থেকে অনুপ্রাণিত হয়েই খায়রুল বাসার ‘কাগজ কলম’ প্রকাশ করেছেন।  

প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান বলেন, আমরা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সাম্রাজ্যবাদ, বিশ্বায়নের শিকার হয়ে যে সংস্কৃতির অনুসরণ করছি, তা আমাদের একা করে দিয়েছে। আমরা যেন সংঘবদ্ধ আন্দোলন না করতে পারি, সাহিত্যের জন্য কাজ করতে না পারি- সেজন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা যাতে বই থেকে দূরে সরে যাই সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। ইন্টারনেট, ফেসবুক যতো গুরুত্বই বহন করুক না কেন, তার অপ্রয়োজনীয় ব্যবহার বেশি হচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে যান্ত্রিকতার কোনো গুরুত্ব নেই। শেষ পর্যন্ত আমাদের বই লেখনীর কাছেই ফিরে আসতে হবে। আমাদের সন্তানেরা কতো কিছুতে ভালো করছে। কিন্তু সংস্কৃতি ছেড়ে তারা দূরে যাচ্ছে। আমাদের যে একটা সংস্কৃতি আছে, তা কেউই মানছে না। আমরা চাই আজকের লেখা যেন আগামীতেও কাজ করে।  

অধ্যাপক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ বলেন, ‘শিকারি বিড়াল গোফে চেনা যায়’। পত্রিকার বৈচিত্র্যময় ধারা দেখেই বোঝা যায় সাতক্ষীরাবাসী নতুন একটি পত্রিকা পাবে। আমাদের লেখকেরা উৎসাহিত হবে। সাতক্ষীরার লেখকেরা বাংলাদেশকে উৎসাহিত করবে।  

তিনি বলেন, বাইরের লেখকের লেখা পত্রিকাটির বৈচিত্র্য এনে দিয়েছে। পৃথিবীর শক্তিশালী অস্ত্র পত্রিকা। এই পত্রিকাটির প্রচ্ছদই এর ঔজ্জল্য দান করেছে।

‘কাগজ-কলমের’ সম্পাদক নাট্যজন খায়রুল বাসার অনুভূতি ব্যক্ত করে বলেন, চরিত্রহীন শিল্পকর্মীর স্থানে চরিত্রবান শিল্পকর্মী দরকার। মুক্তিযুদ্ধের সময় আশাশুনি অঞ্চলে কাজ করার সুবাদে সেখানকার ঐতিহ্য দেখেছি। দেখেছি ধানের মাঠ, দেখেছি পানিতে জোঁক, চেচো গাছ। কিন্তু আজ ৪৫ বছর পরে আর সেখানে কোন কিছুরই অস্তিত্ব নেই। মাঠ আছে কিন্তু সে মাঠে ঘেরের রাজ্য হয়ে গেছে। এই ঘেরের রাজ্যকে আমি ‘পগার’ বলেই অভিহিত করি।

তিনি বলেন, নিজের তাগিদেই এই পত্রিকার কাজ শুরু করেছি। কারণ যদি আমি কিছু করতে পারি তবেই এখানকার তরুণসমাজ এগিয়ে যাবে। সবাইকে আগামী প্রজন্ম তৈরির জন্য কাজ করতে হবে। আমাদের চিন্তা করতে হবে।  

কবি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় ও সাহিত্যিক অধ্যাপক কাজী মোহাম্মদ ওলিউল্লাহের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা কেন্দ্রীয় লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, কবি সালেহা আক্তার, কবি গাজী শাহজাহান সিরাজ প্রমুখ।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, নাট্যকার, রবীন্দ্র গবেষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।  

নাট্যকার ও সাহিত্যিক খায়রুল বাসারের সম্পাদনায় প্রকাশিত সাহিত্য সাময়িকী ‘কাগজ-কলম’ এ দেশ-বিদেশের বিভিন্ন লেখকের লেখা স্থান পেয়েছে।  

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।