ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

প্রকাশিত হলো 'দীর্ঘস্থায়ী শোকসভা'র আবৃত্তি অ্যালবাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
প্রকাশিত হলো 'দীর্ঘস্থায়ী শোকসভা'র আবৃত্তি অ্যালবাম দীর্ঘস্থায়ী শোকসভার কাভার/

ঢাকা: কবি ইমরান মাহফুজের কাব্যগ্রন্থ 'দীর্ঘস্থায়ী শোকসভা'র আবৃত্তি নিয়ে প্রকাশিত হলো 'দীর্ঘস্থায়ী শোকসভা'র অ্যালবাম। ঐতিহ্য প্রকাশনীর সহযোগিতায় ও লায়নিক মাল্টিমিডিয়ার প্রযোজনায় এতে কণ্ঠ দিয়েছেন তরুণ আবৃত্তিকার আলমগীর ইসলাম শান্ত।

শনিবার (২২ জুলাই) রাতে রাজধানীর লায়নিক মাল্টিমিডিয়ার কার্যালয়ে কাব্যগ্রন্থটির আবৃত্তি অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

রাতে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা, বেলায়েত হোসেন, কবি জাহিদুল হক, রেজাউদ্দিন স্টালিন, আলমগীর রেজা চৌধুরী, জামসেদ ওয়াজেদ ও কথাশিল্পী জুলফিয়া ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী।

মূল বইয়ের ৬০টি কবিতার মধ্য থেকে ১১টি কবিতার আবৃত্তি নিয়ে তৈরি করা হয়েছে অ্যালবামটি। এরমধ্যে 'সাগর বিরহে নগর' নামের একটি আবৃত্তি শোনা যাবে কবির নিজ কণ্ঠে।

দীর্ঘস্থায়ী শোকসভা অ্যালবামটি পাওয়া যাবে শাহবাগের পাঠকসমাবেশ ও সুরের মেলায়।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এইচএমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।