পদকপ্রাপ্তরা হলেন- কণ্ঠসঙ্গীতে গৌর গোপাল হালদার, যন্ত্রসঙ্গীতে সুনীল চন্দ্র দাস, নাট্যকলায় ম হামিদ, লোকসংস্কৃতিতে মিনা বড়ুয়া, চারুকলায় অলকেশ ঘোষ, নৃত্যকলায় শুক্লা সরকার, আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রতি বছর ১৬ সদস্যের একটি কমিটি শিল্পকলা পদক দেওয়ার জন্য গুণীজনদের নির্বাচিত করেন। নির্বাচিতদের প্রত্যেককে স্বর্ণপদক, এক লাখ টাকা সম্মানি ও একটি সনদ দেওয়া হয়।
আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৮’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনিই নির্বাচিত শিল্পীদের হাতে পদক তুলে দেবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল (এনডিসি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা ও পদক দেওয়া শেষে শিল্পকলা একাডেমির শিল্পীরা অ্যাক্রোবেটিক শো প্রদর্শন করবেন।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক ও একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়াসহ একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
আরকেআর/ওএইচ/