ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পাচ্ছেন সাত গুণীজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পাচ্ছেন সাত গুণীজন

ঢাকা: দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সাত গুণীজন  পাচ্ছেন বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০১৯। শনিবার (২৮ ডিসেম্বর) বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪২তম বার্ষিক সভায় তাদের হাতে এ ফেলোশিপ তুলে দেওয়া হবে৷

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফেলোশিপপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়৷

ফেলোশিপপ্রাপ্তরা হলেন- অদ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন (শিক্ষা ও গবেষণা), শেখ মোহাম্মদ শহীদুল্লাহ (প্রকৌশল), জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক (চিকিৎসাসেবা), কুমুদিনী হাজং (সমাজসেবা), কাঙ্গালিনী সুফিয়া (সংগীত), আলী যাকের (সংস্কৃতি) এবং  আসাদুজ্জামান নূর (সংস্কৃতি)৷

শনিবার সকাল ৯টায় বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪২তম বার্ষিক সভা শুরু হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে৷ 

অনুষ্ঠানে বাংলা একাডেমি পরিচালিত পাঁচটি পুরস্কার- সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৯, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৯, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৯, মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০১৯, হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার ২০১৯ এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ-২০১৯ দেওয়া হবে।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।