ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘মানুষকে উজ্জীবিত করার আহ্বান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জুলাই ২, ২০২০
‘মানুষকে উজ্জীবিত করার আহ্বান’

ঢাকা: করোনার এ দহনকালে শিল্পীদের মানুষকে উজ্জীবিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ।

বৃহস্পতিবার (২ জুলাই) এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।

তিনি বলেন, সমগ্র পৃথিবী আজ গভীর সঙ্কটে পতিত।

দেশের অর্থনীতি ধ্বংসের পথে এবং মানুষের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। সারাবিশ্ব আজ আতঙ্কিত এ ভেবে যে, কবে মানুষ আবার স্বাভাবিক ছন্দে ফিরবে।

‘এ অবস্থায় দেশের পেশাদার ও অপেশাদার সঙ্গীত শিল্পী সমাজের প্রতি অনুরোধ, বর্তমান পরিস্থিতিতে মানুষকে মানসিকভাবে উজ্জীবিত রাখার জন্য আপনার নিজস্ব পরিবেশনা নিয়ে পাশে দাঁড়ান। আপনার ভক্তদের আপনি বেঁচে থাকার অনুপ্রেরণা যোগান। অর্থ প্রাপ্তি সবসময় কাম্য নাও হতে পারে। শিল্পীরাও সমাজের অংশ। ফলে সমাজের প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকেই এ করোনাকালে যার যার সামর্থ্য অনুযায়ী, ফেসবুক লাইভে সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জনগণকে মানসিকভাবে চাঙ্গা রাখা, মানুষের প্রতি ভালোবাসার একটি উদাহরণ সৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, দেশের সব মানবিক শিল্পীর প্রতি অনুরোধ, বর্তমান পরিস্থিতিতে বিবেকবান শিল্পীরা মানুষের প্রয়োজনে মানুষের গান নিয়ে হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।