ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

নজরুলকে নিয়ে শিল্পকলার ‘আমারে দেব না ভুলিতে’ শীর্ষক আয়োজন

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
নজরুলকে নিয়ে শিল্পকলার ‘আমারে দেব না ভুলিতে’ শীর্ষক আয়োজন

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনলাইনে ‘আমারে দেব না ভুলিতে’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক নুরুল হুদা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী, বিশিষ্ট কন্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরাসহ বিশিষ্ট জনেরা।

আয়োজনে গুণীজনেরা জাতীয় কবির জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে পরিবেশন করা হয় সঙ্গীত ও আবৃত্তি।

এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সকালে কবির সমাধিসৌধে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এইচএমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।