ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

গানে গানে সাবিনা ইয়াসমিনকে জন্মদিনের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
গানে গানে সাবিনা ইয়াসমিনকে জন্মদিনের শুভেচ্ছা

ঢাকা: কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সুকণ্ঠী এ শিল্পীর জন্মদিন।

দিনটিতে তারই গানে শুভেচ্ছা জানালো সৃজনশীল গানের দল নিবেদন।

শুক্রবার সন্ধ্যায় দলটির ফেসবুক পেজে ‘একি সোনার আলো’ শিরোনামে আয়োজন করা হয় সাবিনা ইয়াসমিনের ৬৬তম জন্মদিনের অনুষ্ঠান। যাতে সাবিনা ইয়াসমিনের গান গেয়ে শোনান শিল্পী চম্পা বণিক, ত্রিবেণী পান্না ও প্রিয়াংকা কর্মকার।

আলোচনায় অংশ নেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। সঞ্চালনা করেন নিবেদন’র পরিচালক ড. বিশ্বজিৎ রায়।

শিল্পী চম্পা বণিক গেয়ে শোনান ‘যদি মরণের পরে কেউ’, ‘আমি রজনীগন্ধা ফুলের’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা’ ও ‘ভালোবাসি বলিব না আর’ গানগুলো।

শিল্পী ত্রিবেণী পান্নার কণ্ঠে গীত হয় ‘একি সোনার আলোয় জীবন’, ‘প্রেম যেন মোর গোধূলি ’, ‘চিঠি দিও প্রতিদিন’ ও ‘দুঃখ আমার বাসর রাতের’।

শিল্পী প্রিয়াংকা কর্মকার গেয়ে শোনান ‘ফুলের মালা পরিয়ে দিলে’, ‘সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া’, ‘মন যদি ভেঙে যায়’ ও ‘জনম জনম ধরে প্রেম পিয়াসী’ গানগুলো।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।