ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাহিত্য সম্পাদনার ইতিহাসে অবিস্মরণীয় নাম আবুল হাসনাত

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
সাহিত্য সম্পাদনার ইতিহাসে অবিস্মরণীয় নাম আবুল হাসনাত আবুল হাসনাতের মরদেহে শ্রদ্ধা জানান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী

ঢাকা: প্রখ্যাত সাহিত্য সম্পাদক, কবি, চিত্রসমালোচক ও বাংলা একাডেমির ফেলো আবুল হাসনাত প্রয়াত হয়েছেন। তার মরদেহে বাংলা একাডেমির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

রোববার (১ নভেম্বর) ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় প্রাঙ্গণে বাংলা একাডেমির পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন বাংলা একাডেমির কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবীর, মুহাম্মদ মোজাম্মেল হক, পিয়াস মজিদ, স্বকৃত নোমান ও মোজাফ্ফর হোসেন।

এর আগে সাহিত্যিক ও সম্পাদক আবুল হাসনাতের প্রয়াণে বাংলা একাডেমির পাঠানো শোকবার্তায় বলা হয়, ‘আবুল হাসনাত বাংলাদেশের সাহিত্য সম্পাদনার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গণসাহিত্য, দৈনিক সংবাদ-এর সাহিত্যসাময়িকী এবং সর্বশেষ সাহিত্য-মাসিক ‘কালি ও কলম’ সম্পাদনায় তিনি অনন্য রুচি, মেধা এবং অসামান্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

তার চিত্র-সমালোচনায় যেমন ছিল উল্লেখযোগ্য স্বাতন্ত্র্য তেমনি ‘মাহমুদ আল জামান’ নামে তিনি কবিতা ও শিশু-কিশোর সাহিত্যের জগতেও ছিলেন নিবিষ্ট। ১৯৭১ সালে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে অবস্থানকালে মহান মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক লড়াইয়েও তিনি পালন করেছেন বিশেষ ভূমিকা।

বাংলা একাডেমির সঙ্গে আবুল হাসনাতের ছিল সুদীর্ঘকালের সংযোগ। একাডেমি থেকে তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘নানা রবীন্দ্রনাথের মালা’, ‘ঢাকা ১৯৭১ এলবাম’ এবং ‘শামসুর রাহমান রচনাবলি’। বাংলা একাডেমি আবুল হাসনাতের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা। ’

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এইচএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।