ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

‘ভুল তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা’ বিষয়ে পেন বাংলাদেশের ওয়েবিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
‘ভুল তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা’ বিষয়ে পেন বাংলাদেশের ওয়েবিনার ওয়েবিনারের পোস্টার/ ছবি: সংগৃহীত

ঢাকা: ‘ভুল তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পেন বাংলাদেশের ওয়েবিনার অনুষ্ঠিত হবে শুক্রবার (২০ নভেম্বর)।  

পেন বাংলাদেশের ফেসবুক পেজে রাত ৯টায় এ ওয়েবিনার সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল এর সঞ্চালনায় ওয়েবিনারে আলোচনায় অংশ নেবেন দৈনিক প্রথম আলোর যুগ্মসম্পাদক সোহরাব হাসান, একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সহ-সভাপতি নজরুল কবীর এবং দৈনিক জনকণ্ঠের সাহিত্য সম্পাদক মিলু শামস।

পেন বাংলাদেশের প্রচার সম্পাদক সাকিরা পারভিন জানান, ওয়েবিনারে দর্শক-শ্রোতারাও যুক্ত হতে পারবেন জুম লিংকের মাধ্যমে। সঞ্চালকের মাধ্যমে প্রশ্ন রাখতে পারবেন অলোচকদের কাছে। সঞ্চালকসহ অতিথিরা জাবাব দেবেন প্রশ্নের।  

এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টায় ‘লেখালেখির নানা দিক: উপন্যাস’ বিষয়ে একক বক্তৃতায় অংশ নেন কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা মহামারির সময়ে পেন ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী ‘সিভিল সোসাইটি প্রোগ্রাম’ আয়োজনের অংশ হিসেবে ৬টি সেমিনার, ৪টি বিষয়ভিত্তিক একক বক্তৃতা এবং ৫টি সাক্ষাৎকার অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয় পেন বাংলাদেশ। ইতোমধ্যে ৪টি সেমিনার, ১টি একক বক্তৃতা এবং ১টি সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। ‘ভুল তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা’ বিষয়ে সেমিনারের মাধ্যমে শেষ হবে সেমিনার পর্ব।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।