ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় কবি সম্মেলন ও বইমেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
বগুড়ায় কবি সম্মেলন ও বইমেলার উদ্বোধন কবি পদযাত্রা

বগুড়া: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলার।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব এবং সমবায় অধিদপ্তরের মহাপরিচালক বগুড়া লেখক চক্র পুরস্কার পাওয়া কবি আমিনুল ইসলাম।

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, ইয়্যুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু এবং নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক নাট্যব্যক্তিত্ব খলিলুর রহমান চৌধুরী।

বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা শিশু সংগঠক অ্যাডভোকেট পলাশ খন্দকার। কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্বরে বইমেলা চলছে।  

বইমেলায় অংশ নিয়েছে বাংলা একাডেমি, নৈঋতা ক্যাফে, কবি মানস, বগুড়া লেখক চক্র, পিঠাঘর এবং অধুনা নামের হ্যান্ডিক্রাফট। উদ্বোধক ফিতা কেটে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করেন।

এর আগে জেলা পরিষদ মিলনায়তনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

এদিকে বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে কথা ও কবিতার তিনটি পর্বে কবিতা পাঠ ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন- শোয়েব শাহরিয়ার, সরোজ দেব, জাহাঙ্গীর ফিরোজ, জিএম সজল, ডা. সামির হোসেন মিশু, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আমজাদ হোসেন মিন্টু, সাদেকুর রহমান সুজন, জিএম সাকলাইন বিটুল, কবি মাসরুরা লাকী, নাজমুল হেলাল, জলিল আহমেদ, সোহেল মল্লিক, বদরুল হায়দার, আশরাফ জুয়েল, বাবুল আনোয়ার, আলমগীর মালেক, অর্ণব আশিক, রাহেল রাজিব, মুরসালিন হক জুনায়েদ, আহমেদ জুয়েল, নাহিদা আশরাফী, ইন্দ্রজীৎ সরকার, কামরুন নাহার কুহেলী, রিপন আহসান ঋতু, বীথি মজিদা, সুমন শিকদার, সাবেদ আল সাদ, রাজা সহিদুল আসলাম, হাসনাত আমজাদ, শিকদার ওয়ালিউজ্জামান, আনিফ রুবেল, বাবুল আনোয়ার, আলমগীর মালেক, আব্দুল্লাহ ইকবাল, মনিরুজ্জামান মিন্টু, অদ্বৈত মারুত, মনিরুল মনির, কবি আবদুল্লাহ ইকবাল, রফিকুজ্জামান রনি, মুজাহিদ আহমদ, এস এস সাথী বেগম, কামরুন নাহার রেণু, মাজেদুল হক, খন্দকার সুমন, সুনীল শৈশব প্রমুখ। বাউল শিল্পী লতিফ শাহের বাউল গানে শেষ হবে কবিতার রাত।
 
কবি সম্মেলনের ২য় দিন শনিবার (২৮ নভেম্বর) থাকছে বাংলাদেশের কথা ও কবিতা, ‘শতবর্ষে বঙ্গবন্ধু, সাহিত্যে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার এবং বগুড়া লেখক চক্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।