ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় কবি সম্মেলন: সম্মাননা পেলেন ছয় বিশিষ্ট ব্যক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
বগুড়ায় কবি সম্মেলন: সম্মাননা পেলেন ছয় বিশিষ্ট ব্যক্তি ...

বগুড়া: বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে বগুড়া লেখক চক্র।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের শেষ দিনে এই সম্মাননা দেওয়া হয়।

কবি সম্মেলনের এ পর্বে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি বজলুল করিম বাহার।  

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি ফরিদ আহমদ দুলাল, কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা শিশু সাহিত্যিক অ্যাডভোকেট পলাশ খন্দকার এবং সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী।

সম্মাননা পর্ব সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলোক পাল। সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

এবছর সম্মাননা প্রাপ্ত ছয় বিশিষ্ট ব্যক্তি হলেন- কবিতায় শামীম রেজা, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক, গবেষণায় শামীম রফিক, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘লিরিক’ সম্পাদক এজাজ ইউসুফী এবং সাংবাদিকতায় জে এম রউফ।

সম্মাননা পাওয়া ব্যক্তিদের উত্তরীয়, কবি ব্যাগ, সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি বজলুল করিম বাহার।  

সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।  

এসময় কথাসাহিত্যে আকমল হোসেন নিপু’র অনুপস্থিতিতে তার পক্ষে সম্মাননা নেন কবি মুজাহিদ আহমেদ।

এর আগে ‘শতবর্ষে বঙ্গবন্ধু, সাহিত্যে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মামুন রশীদের লেখা সেমিনারে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সাজাহান সাকিদার এবং সঞ্চালনা করেন কবি কামরুল বাহার আরিফ।  

আলোচনায় অংশ নেন গাজী লতিফ, তপন বাগচী, মনি হায়দার এবং রাহেল রাজিব।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।