ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় কবি সম্মেলনে পাঁচ ব্যক্তিকে সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
বগুড়ায় কবি সম্মেলনে পাঁচ ব্যক্তিকে সম্মাননা 

বগুড়া: বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানের সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও অনুবাদক খায়রুল আলম সবুজ।

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ ফিরোজ আহমেদ। বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, কবি মাকিদ হায়দার, কবি মাহমুদ কামাল, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার, ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির ও সদস্য রিপন আহসান ঋতু।

এবছর সম্মাননা প্রাপ্ত পাঁচজন হলেন—কবিতায় সরকার মাসুদ, কথাসাহিত্যে মনি হায়দার, লোকসাহিত্যে তপন বাগচী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘জলধি’ সম্পাদক নাহিদা আশরাফী এবং সাংবাদিকতায় আরিফ রেহমান।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। তাদের হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি খায়রুল আলম সবুজ।

কবি সম্মেলনের দ্বিতীয় দিনের শুরুতেই কবিতা ও ছড়া পাঠ করা হয়। কবিতা পাঠ করেন কবি ফরিদ আহমদ দুলাল, জাহাঙ্গীর ফিরোজ, অনিকেত শামীম, অরিন্দম মাহমুদ, আজিজার রহমান তাজ, কমল হাসান, কুশল ভৌমিক, নিলয় রফিক, নূরননবী খান জুয়েল, সাফওয়ান আমিন, শৈবাল নূর, মাজেদুল ইসলাম, সোহানুর রহমান শাওন, সেলিনা শিউলি, শামীম হোসেন, কামরুল বাহান আরিফ, আশিক আকবর, বীরেন মুখার্জী, হারাণু পথিক, হাই হাফিজ, শাকিব সাকিল, শফিক সেলিম প্রমুখ।

এরপর ‘বাংলাদেশের কথাসাহিত্য ও তার পাঠকশ্রেণি’ শীর্ষক আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সাজাহান সাকিদার। কথাসাহিত্যিক রাজা সহিদুল আসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক আবদুল্লাহ ইকবাল, নূর কামরুন নাহার, কবীর রানা, হোসনে আরা মণি, মোখলেছ মুকুল, নিশাত ইসলাম, আনিফ রুবেদ, আব্দুল রাজ্জাক বকুল।

আবৃত্তি পর্বে সভাপতিত্ব করেন বাচিকশিল্পী হাসান মাহমুদ। আবৃত্তি করেন সাদেকুর রহমান সুজন, নিভা সরকার পূর্ণিমা, সুনীল শৈশব, শ্রাবণী সুলতানা, মশিউর রহমান, প্রতত সিদ্দিক এবং তাসনিম ত্রয়ী।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।