ঢাকা: ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে স্বনামধন্য বইয়ের প্রতিষ্ঠান ‘বাতিঘর’ মাসজুড়ে একুশে বই উৎসবের আয়োজন করেছে। উৎসবে দেশি প্রকাশনার বইয়ে পাওয়া যাবে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে বাতিঘরের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বাংলাবাজার শাখায় এই উৎসব একযোগে শুরু হয়।
বাতিঘর কর্তৃপক্ষ জানায়, ছুটির দিনসহ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবে দেশি প্রকাশনা সংস্থার বই বিক্রি হবে ২৫ থেকে ৪০ শতাংশ কমিশনে। পাওয়া যাবে নতুন বইগুলোও।
মাসব্যাপী বই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে বাতিঘর।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এইচএমএস/এমআরএ