ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফারুক আহমেদের ‘উপমাজংশন’ নিয়ে আড্ডা বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মার্চ ১, ২০২২
ফারুক আহমেদের ‘উপমাজংশন’ নিয়ে আড্ডা বুধবার

ঢাকা: কবি ও লেখক ফারুক আহমেদের গ্রন্থ ‘উপমাজংশন’ ঘিরে কবি-পাঠকের অনুভূতি বিনিময়ে এক আলোচনা আড্ডার আয়োজন করা হয়েছে।

বুধবার (২ মার্চ) অমর একুশে বইমেলার ঐতিহ্য প্রকাশনীর প্যাভিলিয়নে বিকেল ৫টায় এই আলোচনা আড্ডা অনুষ্ঠিত হবে।

এই আয়োজনে অতিথি এবং কবি ও পাঠক হিসেবে অনুভূতি বিনিময়ে অংশগ্রহণ করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের, কথাসাহিত্যিক ও অনুবাদক আন্দালিব রাশদী, বাংলানিউজ২৪.কমের সম্পাদক কবি জুয়েল মাজহার এবং আবৃত্তি শিল্পী মেহেদী হাসান। আয়োজন সঞ্চালনা করবেন ডা. আনিসুর রহমান।

আয়োজনে ঐতিহ্য প্রকশনী এবং ফারুক আহমেদের পক্ষ থেকে অন্যান্য আগ্রহীদেরও অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ০১, ২০২২
এইচএমএস/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।