ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

সাহসী পদক্ষেপে নারীদের এগিয়ে যেতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
সাহসী পদক্ষেপে নারীদের এগিয়ে যেতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ঢাকা: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ২০১৬ সালের ২৭ নভেম্বর 'ভ্রমণকন্যা-Travelettes of Bangladesh' সংগঠনের যাত্রা শুরু হয়। এটি বাংলাদেশের প্রথম নারী ভ্রমণমূলক সংগঠন।

ভ্রমণের পাশাপাশি তারা বাংলাদেশের ৬৪ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ, আত্মরক্ষা কৌশল, নারীর স্বাস্থ্য, বাল্যবিবাহ রোধ, বয়ঃসন্ধিকালীন সমস্যা প্রভৃতি বিষয়ে সচেতনতায় কাজ করে যাচ্ছে।  

প্রতিমন্ত্রী শনিবার (১৭ সেপ্টেস্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে 'ভ্রমণকন্যা-Travelettes of Bangladesh' এর 'Gender Equity & Empowerment Program (GEEP)' এর বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে আয়োজিত ''Leadership Boot-camp & Peace Concert 1.0" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলনে, বর্তমান সরকারও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারীর ক্ষমতায়নে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে। এর ফলস্বরূপ আজ প্রশাসন, পুলিশ, স্বাস্থ্যসেবা, ব্যাংক-বীমা, আদালত সহ সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীরা সমানতালে কাজ করে যাচ্ছে। ভ্রমণকন্যা'র এ ধরনের সময়োপযোগী ও সাহসী উদ্যোগের জন্য তাদের সাধুবাদ জানাই। সাহসী পদক্ষেপে নারীদের এগিয়ে যেতে হবে।

"End racism, Build peace" স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সের ডিআইজি শামীমা বেগম বিপিএম, পিপিএম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক (উপসচিব) রেহনুমা সালাম খান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম, ইউএনডিপি বাংলাদেশ এর ইয়ুথ কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, মাসিক ব্যঙ্গধর্মী ম্যাগাজিন ''আনম্যাড" এর সহকারী সম্পাদক মোরশেদ মিশু এবং চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি।

প্রধান অতিথি বলেন, বাঙালি সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যবাহী, সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। বাংলাদেশের রয়েছে ৫০০ এর অধিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা। ভ্রমণকন্যা সহ পর্যটকদের এসব ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করার আহবান জানাই। এর মাধ্যমে আমরা একদিকে যেমন আমাদের ইতিহাস-ঐতিহ্য জানতে পারবো, অন্যদিকে নতুন প্রজন্ম জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারবে।

নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় ভ্রমণকন্যা'র কার্যক্রম সম্প্রসারণের আহবান জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় ভ্রমণকন্যা'র কার্যক্রম ছড়িয়ে দেওয়া উচিত। এ ধরনের উদ্যোগ নেওয়া হলে প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাদের মধ্যে বেশিরভাগ নিজ পিত্রালয় ও শ্বশুরালয় সহ সীমাবদ্ধ গণ্ডির মধ্যে ভ্রমণ করে থাকেন। ভ্রমণকন্যা নারীদের এ চৌহদ্দি থেকে বেরিয়ে দেশ-বিদেশ ঘুরে দেখায় অনুপ্রাণিত করছে। তিনি বলেন, ভ্রমণকন্যা তাদের ৬ বছরের সফল যাত্রার মাধ্যমে সারাদেশে সাড়া জাগাতে সক্ষম হয়েছে। ৬৪ জেলায় বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা তৈরি করতে পেরেছে। এ রকম টুকরো টুকরো উদ্যোগের সফল বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত হবে।

সবাইকে পরমতসহিষ্ণু হওয়ার আহবান জানিয়ে সচিব বলেন, মানুষকে সহজভাবে গ্রহণ করুন, তাদের কথা শুনুন, কাউকে অবজ্ঞা করবেন না।

প্রতিমন্ত্রী পরে রাজধানীর লালমাটিয়ায় বাংলাদেশের প্রথিতযশা শিল্পীদের সাম্প্রতিক কালের আঁকা চিত্রকর্ম নিয়ে 'প্রতিবিম্ব পরম্পরা পর্ব-১' শীর্ষক প্রদর্শনীর মধ্য দিয়ে আর্ট বাংলা ফাউন্ডেশনের নতুন কর্মপরিসর উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২২
এইচএমএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।