ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিদ্যাসাগরের আদর্শ-দর্শন আজকের দিনেও প্রাসঙ্গিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
বিদ্যাসাগরের আদর্শ-দর্শন আজকের দিনেও প্রাসঙ্গিক

ঢাকা: বাংলা সাহিত্যের জনক, সংস্কৃত পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজসংস্কার, জনহিতৈষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্মদিন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিএসএল ভবনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের বর্তমান অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। মূল প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক খান মাহবুব।

আলোচনা সভায় বক্তারা ঊনিশ শতকের নতুন গদ্যরীতির প্রবর্তক, সমাজ সংস্কারক, বিধবা বিবাহ রীতির প্রবর্তক, রেনেসাঁ-মানব বিদ্যাসাগরের আদর্শ ও দর্শন আজকের দিনে প্রাসঙ্গিক ও গুরুত্ববহ বলে উল্লেখ করেন।  

এছাড়া বিদ্যাসাগরের কর্মময় জীবন বর্তমান প্রজন্মকে জানানোর বিষয়ে সকলকে দায়বদ্ধতা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২ 
এইচএমএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।