ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

ফেনীতে দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
ফেনীতে দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু 

ফেনী: ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলা একাডেমির সমন্বয়ে ফেনীতে দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

 

দুই দিনের আয়োজন প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান জানান, ফেনীর শিল্প সাহিত্য, নাট্য ও সংস্কৃতি বিষয়ে তিনটি প্রবন্ধপাঠ রয়েছে। ফেনীর কবি সাহিত্যিকরা নিজেদের লেখা কবিতা, গদ্য তুলে ধরবেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।  

সাহিত্য আয়োজনের অংশ হিসেবে ফেনীর কবি ও লেখকদের তালিকাবদ্ধ করা হয়েছে। আগামী বছর অমর একুশে বইমেলায় দেশের সকল কবি সাহিত্যিকদের নাম উল্লেখ করে গ্রন্থ প্রকাশ করবে বাংলা একাডেমি।  

উদ্বোধনী সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার ফেনী উপপরিচালক বলেন, ফেনীর পরিবেশ প্রকৃতি উঠে আসে লেখকের মাধ্যমে। তাই স্থানীয় লেখকদের গুরুত্ব অপরিসীম।  

আলোচনায় প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির ফোকলোর উপ বিভাগের পরিচালক ড. আমিনুর রহমান সুলতান। তিনি বলেন, আয়তনে ছোট হলেও শিল্প-সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতায় ফেনী এগিয়ে রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব কাজী নূরুল ইসলাম।  

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান। জেলা কালচারাল অফিসার কামরান হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক আবু তাহের।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২ 
এসএইচডি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।