ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্ট ব্যক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্ট ব্যক্তি

বগুড়া: বগুড়ায় কবি সম্মেলনে নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে বগুড়া লেখক চক্র।  

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে এ সম্মাননা দেওয়া হয়।

এ বছর সম্মাননা প্রাপ্তরা হলেন- কবিতায় মুজিব মেহদী, কথাসাহিত্যে প্রশান্ত হালদার, প্রবন্ধসাহিত্যে সরকার আবদুল মান্নান, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘মানুষ’ সম্পাদক কবি শফিক সেলিম ও সাংবাদিকতায় আমজাদ হোসেন মিন্টু।

সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা দেওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা কবি শেখ ফিরোজ আহমদ।  

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়ার পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ, কবি মাহমুদ কামাল, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, কবি-সম্পাদক অনিকেত শামীম।  

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয়, সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা শিশু সাহিত্যিক অ্যাডভোকেট পলাশ খন্দকার।  

এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী, উপদেষ্টা শোয়েব শাহরিয়ার, কবি শিবলী মোকতাদির। সম্মাননা পর্বটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলোক পাল।

এর আগে প্রথম পর্বে দিনের শুরুতেই নীহার লিখনের সঞ্চালনায় ‘কবিতা কী নিঃশেষের পথে’ শীর্ষক আলোচনা সভা কবি ফারুক মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন সাহেদ কায়েস, নুরুল ইসলাম বাদল ও মুহম্মদ ফরিদ হাসান।  

‘কবিতায় সমাজ বিচ্ছিন্নতা ও সাম্প্রতিক সময়’ শীর্ষক মুক্ত আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কবি নাজমুল হেলাল। কবি মাসুদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন ড. গাজী রহমান, অনিন্দ্য জসিম, ম্যারিনা নাসরিন, আনিফ রুবেদ, মুজতবা আহমেদ মুরশেদ ও হিরুণ্য হারুন।  

‘পাঠকের দোরগোড়ায় কথাসাহিত্য কতটুকু’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সাজাহান সাকিদার। এতে অংশগ্রহণ করেন বকুল আশরাফ, আবদুল্লাহ ইকবাল, হাসিদা মুন, আব্দুর রাজজাক বকুল ও কিংশুক ভট্টাচার্য।  

গল্পকার কবীর রানা লিখিত সেমিনার পর্বে সভাপতিত্ব করেন। কবি শিবলী মোকতাদিরের সঞ্চালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন আবু হেনা মোস্তফা এনাম, হোসনে আরা মণি, নূর কামরুন নাহার, কামরুন নাহার শীলা ও শামীম সাঈদ।  

এছাড়া ‘তারুণ্যে কবিতা: কতটুকু আগামী কতটুকু ভবিষ্যৎ’, ‘তৃণমূলে সাহিত্য আন্দোলনে প্রতিবন্ধকতা’, ‘ছড়াসাহিত্যে বিমুখতার নেপথ্যে’, ‘কবিতার জুটি, জীবনের জুটি’ শীর্ষক বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন কবি সরোজ দেব, সাবেদ আল সাদ, যতন কুমার দেবনাথ, সিরাজুল ইসলাম আবেদ ও নাহিদ হাসান রবীন, হাসনাত আমজাদ, সোহেল মল্লিক, হাই হাফিজ, আমির খসরু সেলিম, এস এম খলিল বাবু, রাজ্জাক দুলাল, হযরত আলী, ঋজু রেজওয়ান, মাহবুবা লাভীন, দিপংকর মারডুক, ইয়ার খান, সাকিব শাকিল, হিম ঋতব্রত, শৈবাল নূর, নুসরাত নুসিন, সঞ্জয় পুণীক, হোসেন রওশন, মারুফ আহমেদ নয়ন ও আদিত্য আনাম।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক বাংলানিউজকে জানান, কবি সম্মেলনের তৃতীয় দিন রোববার (২৭ নভেম্বর) মমইন ইকোপার্কে কবিতা ভ্রমণ, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।