ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অস্ট্রেলিয়া

মেলবোর্নে স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
মেলবোর্নে স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকা: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সংগঠন ‘স্পিরিট ৭১’।

দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ) মেলবোর্নের ফেডারেশন স্কায়ারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সংগঠনটির সদস্যা ইফতি রশিদের পরিচালনায় সমাবেশে মেলবোর্ন প্রবাসী বিশিষ্টজন আহমেদ শরীফ শুভ, অধ্যাপক সামস রহমান ও আশরাফুল আলম বক্তব্য রাখেন।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে উদাত্ত আহ্বান জানান।

সবশেষে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ