ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ভাঙা হচ্ছে শাহজালালের ভিভিআইপি টার্মিনাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
ভাঙা হচ্ছে শাহজালালের ভিভিআইপি টার্মিনাল ফাইল ফটো

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালটি ভাঙা শুরু হয়েছে। বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের জন্য এ টার্মিনাল ভাঙা হচ্ছে।

ভিভিআইপি টার্মিনালটি মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ব্যবহার করে থাকেন৷

জানা গেছে, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের আওতায় নতুন একটি ভিভিআইপি টার্মিনাল নির্মাণ করা হবে। তাই, প্রকল্পের কাজের জন্য বর্তমান ভিভিআইপি টার্মিনালটি ভেঙে ফেলা হচ্ছে। এ সময়ে ভিভিআইপি যাত্রীদের জন্য বিমানবন্দরে অস্থায়ী একটি টার্মিনাল নির্মাণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, তৃতীয় টার্মিনালের ট্যাক্সিওয়ের জন্য এটি ভেঙে ফেলা হচ্ছে। তবে এ সময়ে ব্যবহারের জন্য অস্থায়ী একটি টার্মিনাল বানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এমকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।