ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো তথ্য জানায়নি কাস্টমস

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো তথ্য জানায়নি কাস্টমস বিমান

ঢাকা: কাস্টমস কর্তৃপক্ষ উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো তথ্য জানায়নি বলে দাবি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

এতে বলা হয়, ২৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করে- মর্মে একটি বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বিমান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছায় ফ্লাইট বিজি-১৪৮। ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের পর স্বর্ণ চোরাচালানে জড়িত সন্দেহে একজন নারী যাত্রীকে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই টিম আটক করে এবং কালো টেপ মোড়ানো অবস্থায় কিছু স্বর্ণবার উদ্ধার করে।  

ওই যাত্রীকে আটকের পর চট্টগ্রামগামী অন্য যাত্রীদের নামার অনুমতি দেওয়া হয়। চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী নামানোর পরে ঢাকাগামী অন্য যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে এবং পরে উড়োজাহাজটি যথারীতি যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশে যাত্রা করে।

কাস্টমস কর্তৃপক্ষ উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো পত্র বা ডকুমেন্ট দেয়নি বা এ ধরনের কোনো তথ্য জানায়নি।  

এর আগে সোনা চোরাচালান নিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সোনার বারগুলো উড়োজাহাজের আসনের নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো ছিল। উড়োজাহাজটির কারও সহযোগিতা ছাড়া কোনো যাত্রীর পক্ষে এভাবে সোনার বার লুকানোর কথা নয়।

গণমাধ্যমে খবর আসে, জব্দ করা বোয়িং ৭৭৭-ইআর মডেলের উড়োজাহাজটির মূল্য দেখানো হয় এক হাজার কোটি টাকা। এ ঘটনায় বিচারাদেশের জন্য নথি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠান কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন গণমাধ্যমে বলেছিলেন, চোরাচালানের পণ্য বহন করা কাস্টমস আইন অনুযায়ী উড়োজাহাজটি জব্দ করা হয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও জবাবদিহির মধ্যে আসবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।