ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

বজ্রপাতে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ২০, ২০২৪
বজ্রপাতে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল দেখা দিয়েছে। তাতে সোমবার (২০ মে) সকালে বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ ফ্লাইটটি অবতরণ করতে পারেনি।

 

এ কারণে ওই বিমানের ঢাকাগামী অন্তত ৭০ যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েন। অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইটগুলো চলাচল দুপুর পৌনে ১২টার দিকে স্বাভাবিক হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর স্টেশনের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার (১৯ মে) রাতে সৈয়দপুরে বজ্রসহ ঝড়বৃষ্টি হয়। তাতে রানওয়ের দক্ষিণে কিছুটা ফাটল সৃষ্টি হয়। এ কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার সকাল ৮টার বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ ফ্লাইটসহ কোনো ফ্লাইট অবতরণের নির্দেশ দেয়নি। মেরামতের পর দুপুর পৌনে ১২টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করে। কিন্তু তখনও ড্যাশ-৮ এর ফ্লাইটগুলো অবতরণের উপযোগী না হওয়ায় বেলা দেড়টার পর সেগুলো চালু হয়েছে বলে জানান বিমানবন্দরের ম্যানেজার।  

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, রানওয়ের অল্প কিছু অংশে ফাটল দেখা দেয়। এরই মধ্যে তা সংস্কার করা হয়েছে। দুপুর দেড়টার পর বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ এর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মে ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।