ঢাকা: উড্ডয়নে বিলম্ব হওয়ায় বিরক্ত হয়ে চলন্ত প্লেনের জরুরি বহির্গমনের দরজা খোলা রেখে প্রতিবাদ জানিয়েছেন দুই চীনা যাত্রী। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতে এমন আশঙ্কায় শেষ পর্যন্ত তাদের ‘প্রশাসনিক হেফাজতে’ নেওয়া হয়েছে।
চায়না সেন্ট্রাল টেলিভিশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, নির্দিষ্ট সময়ে প্লেন না ছাড়ায় চায়না ইস্টার্নের দুই যাত্রী বিরক্ত হন। প্রতিবাদ জানাতে ও প্লেনটি যেন দ্রুত ছাড়ে সেজন্য প্লেনের জরুরি বহির্গমনের তিনটি দরজা খুলে রাখার সিদ্ধান্ত নেন।
শেষ পর্যন্ত কাজটি করায় তাদের পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়।
এক অনলাইন বিবৃতিতে কুনমিং পুলিশ জানায়, ঘটনার দায়ে জুহু ও লি নামের দু’ব্যক্তিকে ১৫ দিনের ‘প্রশাসনিক হেফাজতে’ নেওয়া হয়েছে।
চায়না ইস্টার্নের ব্যবস্থাপনা ইঞ্জিনিয়ার জু ইয়ুন বলেন, দরজা খুলে রাখার বিষয়টি ছিল মারাত্মক ঘটনা। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫