ঢাকা: কলকাতায় ফ্লাইট পরিচালনার নবম বর্ষপূর্তিতে চলতি বছরের ২৯ মার্চ থেকে প্রতি বুধবার এই রুটে ১৩তম সাপ্তাহিক ফ্লাইট শুরু করতে যাচ্ছে এমিরেটস।
একই সঙ্গে দৈনিক ফ্লাইট ইকে ৫৭০ ও ইকে ৫৭১ পরিচালনায় প্রথম শ্রেণি সুবিধা দিয়ে বৃহত্তর বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ চালাবে সংস্থাটি।
এমিরেটসই প্রথম কোনো এয়ারলাইন্স প্রতিষ্ঠান যারা কলকাতা রুটে চলাচলকারী যাত্রীদের প্রথম শ্রেণি সুবিধা দিচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এমিরেটসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ১৩তম সাপ্তাহিক ফ্লাইটটি প্রতি বুধবার কলকাতা-দুবাই রুটে চলাচল করবে। প্রথম শ্রেণি সংবলিত দৈনিক ফ্লাইটটিতে ১২টি প্রথম শ্রেণি, ৪২টি বিজনেস এবং ২২০টি ইকনোমি শ্রেণির আসন থাকবে।
নতুন এ উদ্যোগের কারণে দুবাই-কলকাতা এবং কলকাতা-দুবাই রুটে সপ্তাহে ২৫০টি করে অতিরিক্ত যাত্রী আসন পাওয়া যাবে।
২০০৬ সালের ২৬ মার্চ এমিরেটস কলকাতায় তাদের ফ্লাইট কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত এই রুটে ১৬লাখ যাত্রী ও ৫৫ হাজার ২৬০টন মালামাল পরিবহন করেছে।
কলকাতায় নতুন ফ্লাইটটি চালুর ফলে ভারতের ১০টি গন্তব্যে এমিরেটস পরিচালিত সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ১৮৬টিতে উন্নীত হবে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘন্টা, জানুয়ারি ২০, ২০১৫