ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচতারকা হোটেল ‘রূপসী বাংলা’ অবকাঠামো ভাঙার কাজ চলছে। হোটেলের কিছু অংশ ভাঙার পর এর সংস্কার কাজ শুরু হবে।
এরপর এটি ফের ‘হোটেল ইন্টারকন্টিনেন্টাল’ নামে পরিচিত হবে। মুক্তিযুদ্ধের আগে ও পরে এটি এ নামেই পরিচিত ছিল। তবে ২৭ বছর ধরে এটি বিদেশি মালিকানাধীন ‘হোটেল শেরাটন’ হিসেবে পরিচিতি পায়।
এদিকে, গত বছরের নভেম্বর মাসে হোটেলের সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত তা হয়নি। অবশেষে গত মাসে (জানুয়ারি) এর সংস্কার কাজে হাত দেয় হোটেলটির মালিক বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল)।
জানুয়ারিতে এর অবকাঠামোর কিছু অংশ ভাঙা শুরু হয়। এরপর বৃহস্পতিবার থেকে সামনের দিকে কিছু অংশ ভাঙার কাজে হাত দেয় কর্তৃপক্ষ। তবে এর বাইরের অবকাঠামোর বড় ধরনের কোনো ভাঙাগড়া হবে না। ভেতরের দিকে ভাঙা হবে।
হোটেলের হেড অব মার্কেটিং শাহীদুস সাদিক বাংলানিউজকে জানিয়েছেন, দুইমাস দেরিতে কাজ শুরু হলেও ২০১৬ সালের প্রথম দিকেই এর সংস্কার শেষ করতে পারবো।
বাংলাদেশে ২৭ বছর হোটেল পরিচালনা শেষে শেরাটন ২০১০ সালের ১ মে বিএসএলকে হোটেলের ব্যবস্থাপনার দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যায়। এরপর বিএসএল ‘রূপসী বাংলা’ নামে হোটেলটি পরিচালনা করে আসছিল। গত বছরের নভেম্বরে হোটেলটি বন্ধ করে দেওয়া হয়।
ইন্টারন্যাশনাল হোটেল চেইন ইন্টারকন্টিনেন্টাল ‘রূপসী বাংলা হোটেল’ ৩০ বছরের জন্য লিজ নিয়েছে। এর মাধ্যমে ৩০ বছর পর ঢাকায় আবার ফিরে আসছে ইন্টারন্যাশনাল হোটেল চেইন ইন্টারকন্টিনেন্টাল। ইন্টারকন্টিনেন্টাল বিশ্বের বিভিন্ন দেশে ১৭০টি হোটেল পরিচালনা করছে।
২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি বিএসএল’র সঙ্গে ইন্টারকন্টিনেন্টালের এ সংক্রান্ত চুক্তি সই হয়।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫